পোস্টগুলি

01869023232 লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গল্প

ছোটগল্প (দূরত্ব)

ছবি
  দূরুত্ব দূরত্ব  “যখন নীরবে দূরে” দূরত্ব মাপার জন্যেই মিটার স্কেলের আবিষ্কার। অথচ আমাদের যে দূরত্ব, তা মিটারে আসবে না। মিটারে পারিপার্শিক দুরুত্ব আসে। স্কেল যা বাস্তব তার দুরুত্ব মাপতে পারে। অসীমে যা কিছুর অবস্থান তা স্কেল দিয়ে মাপা যায়না। মাঝে মাঝে ইচ্ছে করে, ইচ্ছেটা অবান্তর। নিজেকে সান্তনা দেওয়ার মতন, ক্ষুধার পেট আর পিঠ যখন একত্রিত সেই সময়ে বেঁচে আছি এই অনুভূতির মতন আমাদের দুরুত্ব। আমি ক্ষুধা তেমন অনুভব করিনি, ছোটবেলা একটু আধটু রেগে না খেয়ে থেকেছি। তাতে আমি জানিনা ক্ষুধা কি, আমি শুনেছি। দেখেছি, ক্ষুধার কাছে বুলেটও শুকনা খেজুর। আমাদের দুরুত্ব ক্ষুধার থেকেও তীব্র, যখন কিচ্ছু  থাকেনা তখন আমাদের দুরুত্ব থাকে।
কোনো ফলাফল পাওয়া যায়নি

জনপ্রিয় লেখা

ছোটগল্প (ভাঙা ছাতা)

কবিতা (বাবরি মসজিদ)

Never Let Me Go movie review