গল্প

ছোটগল্প (দূরত্ব)

ছবি
  দূরুত্ব দূরত্ব  “যখন নীরবে দূরে” দূরত্ব মাপার জন্যেই মিটার স্কেলের আবিষ্কার। অথচ আমাদের যে দূরত্ব, তা মিটারে আসবে না। মিটারে পারিপার্শিক দুরুত্ব আসে। স্কেল যা বাস্তব তার দুরুত্ব মাপতে পারে। অসীমে যা কিছুর অবস্থান তা স্কেল দিয়ে মাপা যায়না। মাঝে মাঝে ইচ্ছে করে, ইচ্ছেটা অবান্তর। নিজেকে সান্তনা দেওয়ার মতন, ক্ষুধার পেট আর পিঠ যখন একত্রিত সেই সময়ে বেঁচে আছি এই অনুভূতির মতন আমাদের দুরুত্ব। আমি ক্ষুধা তেমন অনুভব করিনি, ছোটবেলা একটু আধটু রেগে না খেয়ে থেকেছি। তাতে আমি জানিনা ক্ষুধা কি, আমি শুনেছি। দেখেছি, ক্ষুধার কাছে বুলেটও শুকনা খেজুর। আমাদের দুরুত্ব ক্ষুধার থেকেও তীব্র, যখন কিচ্ছু  থাকেনা তখন আমাদের দুরুত্ব থাকে।

কবিতা (বাবরি মসজিদ)

 


বাবরি মসজিদ
babri mosque



মসজিদের গম্বুজ 


                        -আমির হামজা


দূরে  থেকে শোনা যায় আজানের ধোনি 

আমি বৃথা বসে আছি ফিরে দেখিনি


আমাকে ডাকছে ডাহুক শালিক 

মুয়াজ্জিন ডেকে যায় পঞ্চমবার জন্য।

ডেকে যায় ডেকে যায় হৃদয়ে প্রহার

ডেকে যায় বাঁধ ভাঙা কণ্ঠে জোয়ার।


প্রাচীরের দেওয়ালে প্রহরীর ফজর

এসার প্রহরে এসে ধোয়ানো হলো তার বসর

সন্ধ্যের পরে জানাজার নামাজ

ডেকে যায় ডেকে যায় স্তব্ধ নিঃসাড়


কত বর্ষ জন্ম মৃত্যু শত শত 

কত যুগ কাল জীবন প্রহার কত রত

ডাকছে সে আদিম থেকে কল্যাণের লাগি

ডেকে যায় ডেকে যায় আমি তো বিবাগী

আমাকে যে ডেকে যায় মরুর পরশ

ডেকে যায় কল্যাণ আর মধুর সরস 


গ্লানি ক্লান্তি র গণ্ডি পেরিয়ে,

আমাকে যে ডেকে যায় সর্বস্ব দিয়ে

পার্থিব কলঙ্কের বোঝা মাথায় নিয়ে

আমি ধীর স্থির হেঁটে যাই  অপার্থিবের পথে। 

মেম্বারে বসে আছে দুঃখী  ইমাম তখন 

বাবরি মসজিদ ভোলেনি কেউ জনম জনম। 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

ছোটগল্প (ভাঙা ছাতা)

Never Let Me Go movie review